স্টাফ রিপোর্টার : ‘আমার মৃত্যুর জন্য ম্যানেজার দায়ী’ চিরকুট লেখা ফ্যানের রডের সাথে রনদীর তালুকদার (৩৪) নামে এক এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বাকলজোড়া ইউনিয়নের রামনগর গ্রামে জনৈক বাচ্চু মিয়ার বাসায় ঘটনাটি ঘটেছে।
গত বৃহস্পতিবার বিকেলে কোনো এক সময় মৃতের ভাড়াকৃত বাসায় ঘটে থাকতে পারে এমন ধারনা এলাকাবাসী ও পুলিশের। ওইদিন রাতেই মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গের প্রেরণ করা হবে জানায় পুলিশ।
রনদীর তালুকদার ওই ইউনিয়নের কুমদগঞ্জ শাখার এনজিও ব্র্যাকের মাঠকর্মী এবং তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার শমিপুর গ্রামের মৃত কৃষ্ণধন তালুকদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রনদীর তালুকদার প্রতিদিনের মতো কাজ শেষ করে বিকেলে বাসায় আসে। সন্ধ্যার দিকে পাশের বাসার এক প্রতিবেশি ঘরে ঢুকে দেখতে পায় ফ্যানের রডের সাথে ঝুলে আছে রনদীর। ডাক চিৎকারে অন্যান্য প্রতিবেশিরা এসে বিষয়টি পুলিশকে জানায়।
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে নেত্রকোনা মর্গে পাঠানো হবে। মৃতের বিছানায় ‘আমার মৃত্যুর জন্য ম্যানেজার দায়ী’ লেখা চিরকুট পাওয়া গেছে। তবে চিরকুটটি রনদীরের হাতের লেখা কী-না তা খতিয়ে দেখা হবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।