ইউক্রেনে ঢুকতে সীমান্তে কোনও বাধারই মুখোমুখি হয়নি রুশ সেনারা- এমনটিই দাবি করেছে রাশিয়ার সেনাবাহিনী।
বৃহস্পতিবার সকালে ইউক্রেনে হামলার শুরুর করার এক বিবৃতিতে এই দাবি করে রাশিয়ার সেনাবাহিনী।
এতে বলা হয়, “রুশ সেনার ইউনিট যখন ইউক্রেন সীমান্ত অতিক্রম শুরু করে, তখন দেশটির বর্ডার সার্ভিসের পক্ষ থেকে কোনও বাধাই দেওয়া হয়নি। বলা যায়- বিনা বাধায় সীমান্ত অতিক্রম করে ইউক্রেনে ঢুকে পড়েছে রুশ সেনারা।”
বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, রুশ সামরিক বাহিনী ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ‘দমন’ করেছে।
তবে রাশিয়ার সেনাবাহিনীর এসব দাবি তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি গণমাধ্যমের পক্ষে। সূত্র: সিএনএন