স্টাফ রিপোর্টার : বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) নেত্রকোনা ব্যটালিয়নের (৩১ বিজিবি) সদস্যরা ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমান ভারতীয় পণ্য জব্দ করেছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৯০ পিস ভারতীয় শাড়ী, ৩৫০ পিস লেহেঙ্গা ও ২৫০ পিস সেভেন ওয়েল। এছাড়াও এ কাজে ব্যবহৃত পিকআপ ও মোটরসাইকেলও জব্দ তালিকায় রয়েছে। এগুলোর সিজার মূল্য ৪৩ লক্ষ ২৮ হাজার টাকা। তবে কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এ এম জাকারিয়া।
জানা যায়, বুধবার ভোর ৩টার দিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মাইজপাড়া ইউনিয়নের মুন্সিপাড়া বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) ১০ সদস্যের টহল দল নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বিওপি এলাকায় পরিত্যক্ত মালিকবিহীন একটি পিকআপ ও একটি মোটরসাইকেল দেখতে পায়। এসময় পিকআপে তল্লাশী করে ভারতীয় শাড়ী, লেহেঙ্গা ও সেভেন ওয়েল উদ্ধার করে। এসব চোরাচালানী পণ্য নেত্রকোনা কাষ্টমস অফিসে জমা দেয়া হবে প্রেস বিজ্ঞপ্তিতে থেকে জানা গেছে।