বরিশালের আড়িয়াল খাঁ নদীর নলচর এলাকায় লঞ্চের সাথে ধাক্কা লেগে একটি ট্রলার ডুবে ৩ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে একজন। তার সন্ধানে তল্লাশী চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরীরা।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সিরাজগঞ্জ থেকে একটি ট্রলারে মাঝী-মাল্লাসহ ৪৫ জন মুসল্লী বরিশালের চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে যাচ্ছিলো। চরমোনাই বার্ষিক মাহফিলে যোগ দেয়ার কথা ছিলো তাদের। গত মঙ্গলবার রাত দেড়টা নাগাদ ট্রলারটি আড়িয়ালখাঁ নদীর নলচর অতিক্রমকালে ঢাকা থেকে পয়সারহাটগামী একটি লঞ্চের সাথে ধাক্কা লাগে। এ সময়ে ট্রলারে থাকা যাত্রীরা ঝাপ দিয়ে নদীতে পরে গেলে জেলে ও স্থানীয়দের সহায়তায় ৪১ জনকে উদ্ধার করা হয়। এ সময় ৪ জন যাত্রী নিখোঁজ হয়। আজ ভোরে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সহায়তায় বিভিন্ন স্থান থেকে ৩ টি লাশ উদ্ধার করা হয়। এখনো একজন নিখোঁজ আছে। লাশগুলোর পরিচয় মেলেনি। এখনো উদ্ধারকাজ চলছে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বেল্লাল হোসেন।