চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তান প্রথম ওয়ানডে ম্যাচে লড়বে আজ। সিরিজের বাকি দুই ম্যাচও এখানে হবে।
এই সিরিজে সীমিত পরিসরে দর্শকরা গ্যালারিতে বসে ম্যাচ দেখতে পারবেন। গতকাল থেকে টিকিট ছাড়া হয়েছে। টিকিট যেন সোনার হরিণ। ভোর থেকেই বুথে দেখা গেছে উপচেপড়া ভিড়। চট্টগ্রামের সাগরিকার বিটাক মোড়ে নির্ধারিত বুথে টিকিট কিনছে ক্রিকেটপ্রেমীরা। প্রথম ম্যাচে কত টিকিট বিক্রি হয়েছে তা জানা যায়নি। তবে অনেকেই হতাশ হয়ে ফিরে গেছে। দুপুরের মধ্যে নির্ধারিত সব টিকিটই শেষ।
সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৫ এবং ২৮ ফেব্রুয়ারি। তিনটি ম্যাচই শুরু হবে সকাল ১১টায়। রূপটাকে বসে খেলা দেখতে খরচ ১ হাজার টাকা। এ ছাড়া আন্তর্জাতিক স্ট্যান্ড ৫০০, ক্লাব হাউস ৩০০ এবং ইষ্টান স্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০ টাকা।