তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি, দৈনিক মানবকন্ঠ ও সিলেটের ডাক’র প্রতিনিধি রমেন্দ্র নারায়ণ বৈশাখ এর উপর যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিনের নির্দেশনায় পরিকল্পিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব ও নাগরিক সমাজের আয়োজনে সদর পশ্চিম বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি কামাল হোসেন রাফির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলম সাব্বির, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঘা, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুইয়া, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার, আহমেদ কবির, শামসুল আলম আখঞ্জী, দপ্তর সম্পাদক রুকন তালুকদার, প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, সাংবাদিক আবুল কাশেম, রাজন চন্দ প্রমুখ। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বিভিন্ন সুশীল সমাজ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তাহিরপুর উপজেলার প্রবীণ সাংবাদিক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ এর উপর পরিকল্পিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা যুবলীগ নেতা হাফিজ উদ্দিন ও তার ভাতিজা আবুল বাশার সহ হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।