নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি, শেখ জহিরুল ইসলামঃ
ময়মনসিংহ নান্দাইল উপজেলার রসুলপুর আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী গতকাল মাদ্রাসায় যাওয়ার পথে খালবলা টু লক্ষীগঞ্জ নামক রাস্তায় রসুলপুর বাণিজ্য বাজার সংলগ্ন রাস্তার পাশ দিয়ে মাদ্রাসায় যাওয়ার সময় দুইটি টুয়েন্টি ট্রাক্টর ওভারটেক করার মুহূর্তে নিয়ন্ত্রন হারিয়ে যায় এতে সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়ে রসুলপুর নদীর পাড় আঃ জব্বার মেয়ে মোছাঃ ইয়াছমিন আক্তার (১৪) টুয়েন্টি ট্রাক্টর
একটি চলে গেলেও আরেকটি ট্রাক আটক করে স্থানীয় জনগণ। আহত ইয়াসমিন কে স্থানীয় জনগণ উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর অবস্থায় থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন সেখানে দায়িত্বরত ডাক্তার অবস্থা আশঙ্কাজনক থাকায় ঢাকা পঙ্গু হাসপাতালে পেরণ করেন।
স্থানীয় ইউপি সদস্য ছামাদ মিয়া জানান রসুলপুর গ্রামের মধ্যে দিয়ে খালবলা টু লক্ষ্মীগঞ্জ গামী একটি রাস্তায় যাই কিন্তু ওই রাস্তা দিয়ে শত শত মাদ্রাসার ছাত্র ছাত্রী যাতায়াত করে ওই রাস্তার উপরে দুইটি ট্রাক্টর ওভারটেক করতে গিয়ে প্রায় সময় প্রতিযোগিতার করার কারণে আজকের এই মর্মান্তিক আহত হয়েছে বলে আমি মনে করি ।
ট্রাক্টর মালিক ওসমান গনি বলেন দুটি ট্রাক ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটার পর পর আমি রোগী খুঁজ খবর নিয়েছি তিনি আরো বললেন ট্রাক্টর আনার জন্য গিয়েছিলাম কিন্তু এখানকার মানুষ ট্রাক্টর আনার জন্য বাধা দেয় পরবর্তীতে আমি ট্রাক্টর
রেখে চলে আসি এখন পর্যন্ত ট্রাক্টরটি ছাহীদ মেম্বারের বাড়িতে রয়েছে।