বগুড়া প্রতিনিধিঃ
৫২ এর ভাষা শহীদদের আত্নত্যাগকে স্মরণ করে ২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির আয়োজনে ফেসবুক লাইভের মাধ্যমে ২১শে ফেব্রুয়ারী বাংলাদেশ সময় রাত ৯ টায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চীনের বেইজিংয়ে রিসার্চ ইনস্টিটিউটে এমএসসি ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির সভাপতি মোঃ রাসেল আহম্মেদ, চীনের আনহুই ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রুবায়েত আফসান এবং চীনের উজু ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজিতে সদ্য গ্রাজুয়েট সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ রিপন সরকার।আলোচনা সভাটি সঞ্চালনা করেন চীনের আনহুই ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ও সংগঠনের অর্থ সম্পাদক আরাফাত হোসেন।
ভার্চুয়াল আলোচনা সভাতে উপস্থিত আলোচকবৃন্দ,১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বুকের তাজা রক্ত দিয়ে পাকিস্তানি শাসক গোষ্ঠীদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে যে সকল বীর বাঙালি শহীদ হয়েছিলেন এবং ঘাতকদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, তাদের সকলের আত্নত্যাগকে স্মরণ করেন।সেই সাথে ৫২ এর ভাষা আন্দোলনের পটভূমি,বাংলা ভাষার মর্যাদা,আগামী প্রজন্মের জন্য বেশ কিছু পরামর্শ তুলে ধরেন এবং সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।