দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ফেনী প্রতিনিধিঃফরহাদ খোন্দকার ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার পরশুরাম উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। রবিবার সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের সুবার বাজার এলাকায় একটি সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন, এর পর সংসদ সদস্য চিথলিয়া ইউনিয়নের শালধর গ্রামের দীর্ঘদিনের দুঃখ্য হিসাবে খ্যাত “দূর্গাপুর-রতনপুর বেকের বাজার সড়কে মুহুরী নদীর উপর পিসি গার্ডার ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন” করেছেন।

এই ব্রীজ নির্মাণ কাজ শেষ হলে চিথলিয়া ইউনিয়নের আটটি গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে। দুপুরে সংসদ সদস্য বক্সমাহমুদ ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সাথে মতবিনিময় করেন এতে প্রধান অতিথি হিসাবে ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার বলেন বর্তমানে বাজার দর নিয়ে মানুষ অতিষ্ট হয়ে গেছে, চালের দাম, তেলের দাম সবকিছু বেড়েই যাচ্ছে, তার সঙ্গে গ্যাসের দাম, বিদ্যুতের দাম সবকিছু যদি এভাবে বেড়ে যায় তাহলে মানুষ জীবন যাত্রা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। শিরীন আখতার আরো বলেন, মুলার কেজি যদি পঞ্চাশ টাকা হয় তা কোন ভাবে সয্য করা যায়না। আমরা মাননীয় প্রধান মন্ত্রীকে আহবান জানাতে চাই বাজার সিন্ডিকেট যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে তাদের বিচার করতে হবে। সাংসদ আরো বলেন, আগামীতে নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচন করার লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করতে হবে সে নির্বাচন কমিশন গঠনকে কেন্দ্র করে বিএনপি জামায়াত বিশৃংখলা করার চেষ্টা করছে। সাড়ে ছয় কোটি টাকা ব্যয় দূর্গাপুর-রতনপুর বেকের বাজার সড়কে মুহুরী নদীর উপর পিসি গার্ডার ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি শিরীন আখতার। গত বছরের ২৩ জুন সেতুটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতির কারণে অদ্যবদি সেতু নির্মান কাজ শেষ করতে পারেনি। এসময় উপস্থিত ছিলেন পরশুরাম মডেল থানার ওসি মুঃ খালেদ হোসেন, উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী শাহ আলম ভুইয়া, উপজেলা জাসদের সভাপতি মোশারফ হোসেন মোশা, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন আহমেদ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version