ইবি প্রতিনিধি- মাতৃভাষা বাঙলার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস)। সোমবার প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সমিতির সদস্যরা। সাংবাদিক সমিতির সহ-সভাপতি হুমায়ুন কবির শুভ’র নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সমিতির দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন ওয়াসিম, অর্থ সম্পাদক ইমানুল সোহান, প্রচার সম্পাদক শাহেদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য তাজমুল হক জায়িম। এছাড়াও অন্য সদস্যের মধ্যে রাকিব মিয়া রিফাত, ইমরান মাহমুদ, রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে ভাষা শহীদদের স্মরণে রবিবার রাত পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে ভিসির নেতৃত্বে শোক র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর একে একে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ, শাপলা ফোরাম, সাদা দল, কর্মকর্তা সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, সহায়ক কর্মকর্তা সমিতি, শাখা ছাত্রলীগ, শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী এবং সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন আবাসিক হল ও বিভাগসমূহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সোমবার সকাল ১০টায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম এবং কালো পতাকা উত্তোলন করেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান। এসময় তাঁদের সাথে ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment