রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার উত্তেজনা চরমে পৌছেছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সতর্কতা অগ্রাহ্য করেই সোমবার ইউক্রেনের দুই রুশপন্থী অঞ্চল দোনেৎস্ক এবং লুগানস্কেরকে ‘স্বাধীন’ ঘোষণা করল রাশিয়া।
রাশিয়ার এ পদক্ষেপ নিয়ে ঘনিষ্ট মিত্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে কথা বলবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি।
বিষয়টি নিয়ে ইউরোপিয়ান কাইন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের সঙ্গেও আলোচনা করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট। খবর আনাদোলুর।
এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দু’টি বেয়াড়া অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেছেন। স্থানীয় সময় সোমবার রাতে অঞ্চল দুটির স্বাধীনতার স্বীকৃতি সংক্রান্ত ডিক্রিতে স্বাক্ষর করেন তিনি।