মোঃ রোমান, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈরে পরিত্যক্ত খাল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে রাজৈর পৌর বাজার রোড এলাকার খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সাদিক।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাজৈর বাজার রোড এলাকায় পরিত্যক্ত খালের মধ্যে ২৫ বছর বয়সী এক যুবকের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে মৃতদেহটি ফেলে যাওয়া হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সাদিক জানান, রাজৈর বাজার রোড এলাকায় পরিত্যক্ত খালের মধ্যে ২৫ বছর বয়সী এক যুবকের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।