সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের কৃতি সন্তান খ্যাতিমান সাংবাদিক ও কলামিস্ট বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান এঁর মৃত্যুতে সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় সুনামগঞ্জ প্রেসক্লাবে স্মরণসভাটি অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাড. শামসুন নাহার বেগম শাহানার রব্বানীর সভাপতিত্বে ও সাংবাদিক মাসুম হেলাল ও আমিনুল হক যৌথ সঞ্চালনায়
উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্মরণসভায় পীর হাবিবুর রহমান’র প্রতি স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। বক্তরা বলেন, পীর হাবিব ছিলেন আলোকিত একজন মানুষ। তাঁর শূন্যতা কোনভাবেই পুরণ হওয়ার নয়। সাংবাদিকতার মহান এই পেশার প্রতিটি পরতে পরতে তিনি রেখে গেছেন প্রতিভার স্বাক্ষর।
তাঁর সৃজনশীল কর্মের ব্যাপ্তিই তাকে আলাদা করেছে। আজ দেশের গন্ডি পেরিয়ে বহির্বিশ্বেও ছড়িয়ে গেছে তাঁর সুনাম আর সুখ্যাতি। নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। জাতীয় পর্যায়েও তিনি ছিলেন সরব। সুনামগঞ্জ’র মানুষ হিসেবে তাঁর জন্য আমরা গর্বিত। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, সহকারী পুলিশ সুপার,সুনামগঞ্জ জয়নাল আবেদীন, সিনিয়র আইনজীবী এড. হোসেন তওফিক চৌধুরী, জেলা রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক অ্যাড. পীর মতিউর রহমান, সভায় আরও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ (অবঃ) অধ্যাপক সৈয়দ মুহিবুল ইসলাম, সিনিয়র আইনজীবী মল্লিক মঈনুদ্দীন আহমদ, সুনামগঞ্জ প্রেস ক্লাব’র সাধারণ সম্পাদক, দৈনিক সুনামগঞ্জ’র ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক, অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ প্রেসক্লাব’র সিনিয়র সহসভাপতি, রওনক বখত, দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও গীতিকার ইশতিয়াক রুপু আহমদ, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ফৌজি আরা শাম্মী, ড.কনিজ রহিমা রব্বানী কথা,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি পীর মাহবুব, দৈনিক যায়যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি ঝুনু চৌধুুরী, দৈনিক সুনামগঞ্জ’র সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ তালুকদার, বিজয় টিভি’র জেলা প্রতিনিধি অরুণ চক্রবর্তী, সময় টিভি’র জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, গণকণ্ঠ’র জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, সাংবাদিক আনোয়ারুল হক, সাংবাদিক মানব তালুকদার, সাংবাদিক মোঃ সুহেল আলম, আনোয়ার হোসেন।