ইউক্রেন নিয়ে উত্তেজনার জের হিসেবে মার্কিন এক কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ তথ্য জানিয়েছেন।
এর ফলে পশ্চিমাদের সঙ্গে ভ্লাদিমির পুতিন সরকারের কূটনৈতিক টানাপড়েন আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
জো বাইডেন বলেন, কোনও ধরনের যুক্তি ছাড়াই মস্কোয় মার্কিন দূতাবাসে নিযুক্ত দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা বার্ট গরম্যানকে বহিষ্কার করেছে রাশিয়া। তাকে মাত্র দুই সপ্তাহের সময় দেওয়া হয় দেশে ফেরার জন্য। গত সপ্তাহে গরম্যান রাশিয়া ছেড়ে দেশে পৌঁছেছেন।”
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই এই কূটনৈতিক ইস্যুটি সামনে আসল।
কূটনৈতিক ইস্যুটি উল্লেখ করে জো বাইডেনও বৃহস্পতিবার আবারও ইউক্রেন পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা আশঙ্কা করছি কয়েক দিনের মধ্যেই আক্রমণ শুরু করবে রুশ সেনা।”
তিনি বলেন, “আমেরিকার কাছে সব ধরনের ইঙ্গিত রয়েছে যে ‘আগামী কয়েক দিনের মধ্যে’ ইউক্রেনে আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে রাশিয়া”। সূত্র: সিএনএন