দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১১০৫তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে বক্তারা বলেন, আবহমান বাংলার রূপ-বৈচিত্রকে প্রধান্য দিয়ে সাহিত্য চর্চা করতে হবে।
যুগে যুগে বাংলার কবি-সাহিত্যিকরা তাঁদের লেখনীতে যেমন বাংলার সবুজ-শ্যামল প্রকৃতিকে সাহিত্যে তুলে ধরেছেন, তেমনি ঐতিহাসিক পরিব্রাজকরা এ অঞ্চলের ইতিহাস লিখতে গিয়ে বাংলার রূপ-বৈচিত্রকে উপস্থাপন করেছেন।
সাহিত্য সংসদের সাহিত্য ও গবেষনা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের সভাপতিত্বে গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি ২০২২) সন্ধ্যায় সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত আসরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ইসলাহ সম্পাদক সেলিম আউয়াল ও সাংবাদিক এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন। পঠিত লেখার উপর আলোচনা করেন গল্পকার মোয়াজ আফসার, ছড়াকার কামরুল আলম। আসরে স্বরচিত লেখা পাঠ অংশ নেন ঔপন্যাসিক সিরাজুল হক, ছয়ফুল আলম পারুল, ফজলুর রহমান ফজলু, মাহফুজ বিল্লাহ মুরাদ, আরাফাত রহমান মিহির, আবুল হাসান, নজরুল ইসলাম তালুকদার, জুবের আহমদ সার্জন, মো. সাজিদুর রহমান, কুবাদ বখত চৌধুরী রুবেল, বিমান বিহারী বিশ^াস, এস রেহেনা শোভা, শাহ সরোয়ার আলী, মুন্সি আব্দুল কাদির, সেলিম সিকারদ, এম, আর চৌধুরী আশিক, অনিন্দ মোস্তাক, তানজিম আবতাহী প্রমুখ। আসর উপস্থাপনা ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।