শেখ জহিরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ):
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পঞ্চম ধাপে অনুষ্ঠিত ১১ (ইউপি) পরিষদ নির্বাচনের নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারন সদস্য সংরক্ষিত সদস্যের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নান্দাইল উপজেলা হলরুমে সাধারন সদস্য ও সংরক্ষিত সদস্যের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর। এসময় উপজেলার ১১ ইউনিয়নের ৯৯ জন সাধারন সদস্য ও ৩৩ জন সংরক্ষিত সাধারন সদস্য শপথ গ্রহণ করেন।
পরে উপজেলা হলরুমে ১১ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত সাধারন সদস্যের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন। বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েন, ইউএনও মোহাম্মদ আবুল মনসুর,পৌর মেয়র মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া,সহকারী কমিশনার (ভূমি) মো.মাহফুজুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার জাহান জিটু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ প্রমুখ।
একই দিনে বিকাল ৪ ঘটিকায় ময়মনসিংহ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নান্দাইল উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বৃন্দের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ বাক্য পাঠ করান।