তাহিরপুর (সুুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের সুলেমানপুর গ্রামের প্রবীণ মুরব্বী, ন্যায় বিচারক, প্রয়াত মেম্বার মোহাম্মদ আব্দুল কাইয়ুম আজ (১৭ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার) সকাল ৫ ঘটিকার সময় সুলেমানপুর (বড়বাড়ি) উনার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যু কালে উনার বয়স ছিল (৮০) বছর। তিনি ১ ভাই, ১০ বোন, ৩ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার বাদ আছর নামাজের পর-পর সুলেমানপুর শাহজালাল (রহঃ) জামেয়া মাদ্রসার সামনের মাঠ প্রাঙ্গণে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরীর বাবুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমেদ, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বুরহান উদ্দিন, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আলী আহমদ মুরাদ, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, সাধারণ সম্পাদক আলম সাব্বির, সিনিয়র সহ সভাপতি কামাল হোসেন রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া সহ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।