মোঃ রোমান, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের স্নানঘাটা বাজারে মঙ্গলবার ভয়াবহ এক অগ্নিকান্ডে ব্যবসায়ীদের ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি দল ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনায় ব্যবসায়ীদের প্রায় অর্ধ কোটি টাকার টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাঁশগাড়ি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন মুন্না জানান, মঙ্গলবার ভোর রাতে স্নানঘাটা বাজারের একটি দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আগুন মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পরে। খবর পেয়ে মাদারীপুর জেলা ফায়ার সার্ভিসের একটি দল প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি আরোও জানান, এসময় জামাল আকন, জালাল সরদার ও মজিবর বেপারীর ৩ টি মুদির দোকান, নুরুল ইসলাম ঢালী ও চুন্নু ঢালীর ২ টি ঔষধের দোকান ও টিপু সিকদারের লন্ডির দোকান সহ মোট ৮টি দোকান পুড়ে যায়।