ফরহাদ খোন্দকার, ফেনী প্রতিনিধিঃ
দাগনভূঞা উপজেলার রাজাপুরে মদিনাতুল উলুম আল- ইসলামিয়া মাদ্রাসার ৪তলা ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। গত ১২ ফেব্রুয়ারী শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় ২ জন শিক্ষকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রাজাপুর পশ্চিম বাজারে সৌদিয়া মার্কেট নামীয় একটি রক্ষিত ভবনে ৩য় ও ৪র্থ তলা মদিনাতুল উলুম আল-ইসলমিয়া মাদ্রাসা ২২৫ জন শিক্ষার্থী নিয়ে পরিচালিত হচ্ছিল। ভবনটির সিঁড়িকক্ষে কোন গ্রীল ছিলনা এবং নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত দূর্বল।
পুলিশ আরো জানায়, গত ১২ তারিখে মাদ্রাসার ১ম শ্রেণীর শিক্ষার্থী সত্যপুর গ্রামের মৃত আবদুল খালেকের ছোট ছেলে মোঃ আব্দুল আল আরিয়ান (৮) মাদ্রাসা ভবনের ৪র্থ তলার গ্রীল বিহীন জানালা দিয়ে সলিং রাস্তায় পড়ে মৃত্যু হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিয়ানকে মৃত ঘোষণা করে।
ছেলেটির মা জানান, আমার ছেলেকে প্রতিনিয়ত নির্যাতন করত মোঃ ফখরুল ইসলাম ও মোঃ আবু তৈয়ব নামের ২ জন শিক্ষক। মাদ্রাসা যেতে চাইতো না আমার ছেলে। আমি না বুঝে রোজ তাকে মাদ্রাসা পাঠাতাম। গতকাল ১২ তারিখে আমার ছেলেকে নির্যাতন করে চাদ থেকে পেলে দিয়ে মেরে ফেলে।
উক্ত ঘটনায় ছেলেটির মা বাদী হয়ে থানায় অভিযোগ করলে সাথে সাথে পুলিশ অভিযান পরিচালনা করে মোঃ ফখরুল ইসলাম (৩৮) ও মোঃ আবু তৈয়ব (৪৫) নামীয় উক্ত মাদ্রাসা ২ জন শিক্ষককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ ফখরুল ইসলাম ফেনী জেলার মধুয়াই গ্রামের মিঝি বাড়ির মোঃ ইউনুসের ছেলে।
অপর আসামি মোঃ আবু তৈয়ব লক্ষীপুর জেলার চর নেয়ামতপুর গ্রামের মোবারক আলীর ছেলে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম জানান, আটককৃত ২ শিক্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ কর হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গতকাল ১৩ ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাপন করা হয়।
শিশুটির মৃত্যুতে পুরো এলাকায় জুড়ে চলছে শোকের মাতম।