দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্টাফ রিপোর্টার : স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার এমপিও করণের লক্ষে ২০২২-২০২৩ অর্থ বছরে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখাসহ আট দফা দাবি নিয়ে ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট ব্যানারে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক নেতৃবৃন্দ।

আট দফা দাবির মধ্যে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সমূহ জাতীয়করণ, শিক্ষার্থীদের উপবৃত্তি ব্যবস্থ করা, মাদরাসায় একজন অফিস সহায়কের পদ সৃষ্টি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নীতিমালা-২০১৮ বাস্তবায়ন, মাদরাসার ডাটা বেইজ চূড়ান্তকরণ, পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, রেজিষ্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন ইবতেদায়ী মাদরাসাগুলো মাদরাসা বোর্ডের কোডে অন্তর্ভূক্তকরণ ও পঞ্চম শ্রেণি সমাপনী পরীক্ষার অটোপাশের প্রজ্ঞাপন জারিকরণ।

এ মানববন্ধনে জেলার ইবতেদায়ী মাদরাসার শিক্ষক ঐক্যজোটের নেতা মো. শামছুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক নেতা কেন্দুয়া উপজেলার মো. আনিছ মিয়া, কলমাকান্দার মো. আ. হান্নান ও মো. আব্দুল্লাহ, পূর্বধলার মো. রফিকুল ইসলাম খোকন ও মো. আ. হালিম, দুর্গাপুরের এমদাদুল হক প্রমুখ। এতে জেলার ১০ উপজেলা থেকে আগত বিভিন্ন ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version