তাসলিমুল হাসান সিয়াম , গাইবান্ধা প্রতিনিধি:বিশ্ব ভালবাসা দিবসে গাইবান্ধার পলাশবাড়ীতে বন্ধুর বিয়ে মেনে নিতে না পারায় লিঙ্গ কর্তন করেছে তৃতীয় লিঙ্গের বন্ধু ভোলা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ছোট শিমুলতলা গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত পদ্ম (৩৫) আমলাগাছী হাট এলাকার অনন্তের ছেলে এবং তৃতীয় লিঙ্গের বন্ধু নওদা গ্রামের নূর আলমের সন্তান ভোলা।
জানা যায়, পদ্ম ও ভোলার বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের। সম্প্রতি পদ্ম বিয়ে করে। কিন্তু বিয়ের কথা ভোলাকে জানায়নি। এতে ক্ষিপ্ত হয়ে বন্ধু পদ্মকে শিমুলতলা গ্রামে দাওয়াত করে। আজ সেখানে উপস্থিত হলে ভোলা কৌশলে ঘুমের ওষুধ দিয়ে পদ্মকে অবচেতন করে। পরে ধারালো কোন কিছু দিয়ে তার লিঙ্গ কেটে ফেলে। এসময় পদ্ম’র চিৎকারে শিমুলতলার (কানিপাড়া) গ্রামের গোলজারের ছেলে নয়ন ও স্থানীয়রা এগিয়ে আসে। পরে রক্তাক্ত পদ্মকে ইজিবাইকযোগে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে করে জানান এ ঘটনায় দ্রুত অভিযুক্ত ঐ যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে।