আজই বিদায় নিচ্ছে কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। নতুন নির্বাচন কমিশন গঠনে তোড়জোড় চলছে। এরইমধ্যে একাধিক বৈঠক করেছে সার্চ কমিটি। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন এ কমিটির কাছে ৩২৯ জনের নাম জমা পড়েছে। আজও নাম জমা দিতে পারবে বিভিন্ন রাজনৈতিক দল। ২৪টি নিবন্ধিত রাজনৈতিক দল নাম জমা দিলেও বিএনপিসহ ১৫টি দল কোনো নাম জমা দেয়নি। এসব দলকে নাম জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিচারপতি ওবায়দুল হাসান। আজ সন্ধ্যায় জমা পড়া নামের তালিকা প্রকাশ করবে সার্চ কমিটি।
এই যখন অবস্থা তখন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দু’টি নাম নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
সম্ভাব্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আলোচনায় রয়েছেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। মনসুরুল হক চৌধুরী হাইকোর্টে অস্থায়ী বিচারপতিও ছিলেন। এছাড়া, প্রধান নির্বাচন কমিশনার ও সম্ভাব্য কমিশনার হিসেবে অনেকের নাম আলোচনায় রয়েছে।