সুইড বাংলাদেশের আয়োজনে পাঁচবিবির বাগজানা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে অর্থ ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে ১২ই ফেব্রæয়ারী শনিবার সকাল ১১ টায় বাগজানা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি বাবু দুলাল অধিকারীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন স্কুলের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে সুইড বাংলাদেশ এর সহযোগীতায় ও বুয়েটের অধ্যাপক ড. তাহমীদ এম.আল. হুসাইনির প্রদত্ত শীতবস্ত্র ও আর্থিক সহযোগীতা তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোছাঃ জান্নাতুন ফেরদৌস, ফিল্ড সুপারভাইজার মোঃ রবিউল ইসলাম, সমাজ সেবা অফিস দেব দুলাল পাহান, বাগজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হক -ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুস আলী মন্ডল, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বাগজানা ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আরিফ হোসেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাগজানা বুদ্ধি প্রতিবন্ধী নির্বাহী পরিচালক ও জাতীয় নির্বাহী কমিটি সুইড বাংলাদেশের সদস্য দীপঙ্কর অধিকারী । সঞ্চালনায় করেন প্রধান শিক্ষক রেজাউল করিম।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment