তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজাবিরাট নয়াপাড়া এলাকা থেকে খোকন মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জের বৈরাগীরহাট তদন্তকেন্দ্রের পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্বজনরা জানায়, খোকন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এলাকায় নানা ধরনের চুরির ঘটনায় জড়িত থাকার অভিযাগ ছিল তার বিরুদ্ধে। ঘটনার রাতে নেশার টাকা যোগাড় করতে ওই এলাকায় চুরি করতে গেলে গ্রামবাসী তাকে আটক করে মারধর করে। এতে তার মৃত্যু হয়েছে বলে সবার ধারণা।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।