মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার বেতাগীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সোমবার রাতে উপজেলার কিসমত ভোলানাথপুর ও করুণা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- বেতাগী পৌরসভার ইসমাইলের ছেলে রিপন, পাথরঘাটার আবদুর রশিদের ছেলে আবদুর রব ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৯নং ওয়ার্ডের বাসিন্দা সোলায়মানের ছেলে জসিম।
পুলিশ জানায়, ডিবির একটি টিম কিসমত ভোলানাথপুর ও করুণা এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় রিপন হাওলাদারের কাছ থেকে ২৭ পিস, আব্দুর রবের কাছ থেকে ১ হাজার ৫০ ও জসিমের কাছ থেকে ২০০ পিসসহ মোট ১ হাজার ২৭৭ পিস ইয়াবা জব্দ করা হয়।
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।