মোঃ বাবুল হোসেন, পাঁচবিবিঃ
৭ম ধাপে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। ৯টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকে তিঁনি পেয়েছেন ১৫৪৮৭ ভোট। তার নিকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী মুক্তার হোসেন মন্ডল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫০৫২ ভোট। সোমবার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে বৈকাল ৪টায় ভোট গ্রহন শেষ হয়।
এ ইউনিয়নে মোট ২৩৫৭৪ ভোটার ২ জন চেয়ারম্যান প্রার্থী ১২ জন সংরক্ষিত মহিলা ও ৩৯ জন, পুরুষ সদস্য প্রার্থীদের মধ্যে পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেন। নির্বাচন সুষ্ঠু ও নিরেপক্ষ করতে প্রতিটি কেন্দ্রে পুলিশ, র্যাব, আনসার, বিজিবি ও নির্বাহী ম্যাজিষ্টেট সহ সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল।
উলেখ্ যে,৭ তম ধাপে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ও কুসুম্বা ইউ পি নিবাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তুু আওলাই ইউনিয়নে মামলা জটিলতায় আদালতের নির্দেশে গত ০৬ ফেব্রুয়ারী নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।