ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই বিভাগে নতুন তিন শিক্ষক নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। অর্থনীতি বিভাগে একজন ও চারুকলা বিভাগে দুই জনকে শিক্ষক হিসেবে নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ২৫৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
রেজিস্টার অফিস সূত্রে, সোমবার সিন্ডিকেট সভায় চারুকলা বিভাগে ইমতিয়াজ ইসলাম (ড্রইং এন্ড পেইন্টিং) এবং রায়হান উদ্দিন ফকির (গ্রাফিক্স ডিজাইন) নামে দুইজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। অর্থনীতি বিভাগে আরিফ হাসানকে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
জানা গেছে, আরিফ হাসান ২০১৮ সালে অর্থনীতি বিভাগে ৫জন প্রভাষক নিয়োগ বোর্ডের বিপরীতে অনুষ্ঠিত পরীক্ষায় ১ম স্থান অধিকার করেন। ওই বোর্ডের পর অনুষ্ঠিত ২৩৮ তম সিন্ডিকেটে ৫জনকে শিক্ষক হিসেবে অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে আরিফ নামে প্রার্থীর বিরুদ্ধে শিবির সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে কর্তৃপক্ষ তাকে যোগদানের অনুমতি পত্র দেয়নি। এসময় অন্য ৪জন যোগ দিলেও ঐ প্রার্থী যোগদান করতে পারেননি। ওই ঘটনায় অর্থনীতি বিভাগের তৎকালীন সভাপতি প্রফেসর আব্দুল মুঈদ পদত্যাগ করেন।
সিন্ডিকেট সভায় ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে প্রো-ভিসি ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার ড. আলমগীর হোসেন ভূঁইয়াসহ অন্য সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন। সভার অন্যান্য সিদ্ধান্তের মধ্যে অন্যতম হলো- পরিবহনে একজন ড্রাইভার হিসেবে নিয়োগ, আইন বিভাগের মেহদী হাসান রয়েল ও লোক প্রশাসন বিভাগের মনিরুল ইসলাম জয় নামে দুইজন ছাত্রের ছাত্রত্ব বাতিল, হলের ভর্তুকী বৃদ্ধি, বৃত্তির টাকা ৫০ শতাংশ বৃদ্ধি উল্লেখযোগ্য।