আফ্রিকান নেশন্সকাপে মিশরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেনেগাল। ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে মুখোমুখি মিশর ও সেনেগাল। এই ম্যাচ নিয়ে বাড়তি আকর্ষণ তৈরি হয়েছিল লিভারপুলের দুই সুপারস্টার সাদিও মানে ও মোহাম্মদ সালাহ মুখোমুখি হয়েছিলেন বলে। রোববারের ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন মিশরকে হারায় সেনেগাল।
নির্ধারিত ৯০ মিনিটেই মানের মুখে হাসি ফুটতে পারত। কিন্তু সপ্তম মিনিটে তার পেনাল্টি গোল ব্যর্থ করে দেন মিশরীয় গোলকিপার গাবাস্কি। মানের এই প্রচেষ্টা ব্যর্থ করতে সালাহর অবদান কিন্তু কম ছিল না। সেনেগালের ফরোয়ার্ড স্পট কিক নেওয়ার আগে গাবাস্কিকে কিছু একটা বোঝান তিনি। কারণ একই ক্লাবে খেলার সুবাদে মানের পেনাল্টি কৌশল অনেকটাই জানা ছিল সালাহর। তার পরামর্শ কাজে লেগেছে। গাবাস্কি বুঝতে পেরেছিলেন বাঁ দিকে শট নিবেন মানে এবং সেদিকে ঝাঁপিয়ে পেনাল্টি ঠেকিয়ে দেন। অন্যদিকে সালাহ টাইব্রেকারে কোনো শটই নেননি। মানে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। সেরা গোলকিপার তার সতীর্থ এডুয়ার্ড মেন্ডি।
দ্যা মেইল বিডি/খবর সবসময়