আরিফুর রহমান, ঝালকাঠি:
ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ ফেব্রুয়ারি)রাত সাড়ে ৯ টায় সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. বশির গাজী।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝালকাঠি পৌরসভার সাবেক কাউন্সিলর মজিবর খলিফা (৫০) , চাঁদকাঠী এলাকার উজ্জ্বল (৪০) ও পরমহল এলাকার বাসিন্দা জসিম (৪২)।
আদালত সুত্রে জানা গেছে, অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় তিনজনকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে আরডিসি বশির গাজী বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে তিনজনকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।