আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ মাদাগাস্কারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বাতসিরাই’-এর তাণ্ডবে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় দেড় লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
দেশটির আবহাওয়া অফিস জানায় ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি, বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তলিয়ে গেছে দেশের গুরুত্বপূর্ণ সড়ক। দুই সপ্তাহের মধ্যে আফ্রিকার এই দরিদ্র দেশটি দ্বিতীয়বারের মতো ঘূর্ণিঝড়ের কবলে পড়লো। ফলে বিপর্যয় অবস্থার মধ্যে দাঁড়িয়ে দেশটি। ঘণ্টায় ১৬৫ কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড় আছড়ে পড়ে উপকূলীয় এলাকায়। অনেকে জায়গার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রবল বর্ষণে দেখা দিয়েছে বন্যা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর পূর্ব উপকূলের নসি ভারিকা। সেখানকার প্রায় ৯৫ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে। সক্ষমতার অভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। দেশটির পক্ষ থেকে উদ্ধার অবিযান অব্যাহত রয়েছে।
দ্যা মেইল বিডি/খবর সবসময়