দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

১০০০তম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেই রেকর্ড গড়ে ফেলেছিল টিম ইন্ডিয়া। সেই রেকর্ড ম্যাচে শেষ পর্যন্ত হাসিমুখে মাঠ ছাড়তে পারাটাও দারুণ গর্বের। আমেদাবাদে এক হাজারতম ওয়ানডে ম্যাচে ৬ উইকেটে জিতল রোহিত শর্মার ভারত। ঐতিহাসিক ম্যাচে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরুতে বোলিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত। সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ১৭৬ রানে ক্যারিবিয়ানদের বেঁধে দেন যুজবেন্দ্র চাহাল-ওয়াশিংটন সুন্দররা।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেননি রোহিত শর্মা। তবে চোট সারিয়ে পুরো ফিট হয়ে দেশের মাঠে দলকে ঐতিহাসিক ম্যাচে নেতৃত্ব দিলেন হিটম্যান। শুরু থেকেই ছন্দে ছিলেন রোহিত। ঈশান কিষাণের সঙ্গে ওপেনিংটা বেশ ভালো করেছিলেন রোহিত। ক্রিজের এক প্রান্তে ধীরেসুস্থে খেলছিলেন ঈশান। অধিনায়ক দায়িত্ব নিয়েছিলেন দলকে এগিয়ে নিয়ে যাওয়ার। সেই মতো ভারতের ১০০০তম ওয়ানডে ম্যাচে রোহিত ৬০ রানের ঝকঝকে ইনিংস খেলেন। হিটম্যানের ইনিংস সাজানো ছিল ১০টি চার ও ১টি ছয় দিয়ে।
আলজারি জোসেফ ভারতের ৮৪ রানের মাথায় রোহিতকে ফেরান। তিন নম্বরে মাঠে নামেন বিরাট কোহলি। রোহিতের ক্যাপ্টেন্সিতে এই প্রথমবার খেললেন কোহলি। মনে করা হচ্ছিল বড় রান আসবে তার ব্যাটে। কিন্তু মাত্র ৪ বল খেলেই উইকেট দিয়ে বসেন কোহলি (৮)। রোহিত ফেরার পর অকারণে উইকেট উপহার না দিলে বিরাট কোহলি কিন্তু পারতেন ঈশান কিষাণকে সঙ্গে নিয়ে ম্যাচ শেষ করে দিতে।

রোহিত-বিরাট ফেরার পর বেশি সময় ক্রিজে থাকতে পারেননি ঈশান। ২৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর ঋষভ পন্থ ১১ রানের মাথায় দুর্ভাগ্যবশত রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ঈশানের সঙ্গে রোহিত শুরুটা ভালো করলেও, কিন্তু এরপর আর সেভাবে কোনও জুটি গড়ে ওঠেনি। মিডল অর্ডারের হাল ধরেন সূর্যকুমার যাদব এলং অভিষেক ম্যাচ খেলতে নামা দীপক। ভারতের ঐতিহাসিক ম্যাচে টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক হল দীপক হুদার। এবং এই জুটি রইল শেষ পর্যন্ত। অভিষেক ম্যাচে ২৬ রানে নট আউট থেকে মাঠ ছাড়লেন দীপক হুডা। সূর্যকুমার যাদব অপরাজিত ৩৪ রানে।

ভারতের বোলাররা ক্যারিবিয়ানদের নির্ধারিত ৫০ ওভার খেলতেই দেননি। আর নিজেরাও টার্গেট পূরণ করার জন্য ৫০ ওভার খেলেননি। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শুরুতেই শাই হোপকে ফেরান মোহম্মদ সিরাজ। এরপর একই ওভারে জোড়া উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর। ব্র্যান্ডন কিং (১৩), ড্যারেন ব্র্যাভো (১৮)-কে ফিরিয়ে দিয়ে ক্যারিবিয়ানদের ওপর চাপ তৈরি করেন সুন্দর। সেই চাপটা ধরে রাখেন যুজবেন্দ্র চাহালও। সুন্দরের মতো তিনিও এক ওভারে নিকোলাস পুরান (১৮) ও কায়রন পোলার্ডকে (০) ফিরিয়ে দেন।

পুরানকে ফিরিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ১০০তম উইকেট পূর্ণ করেন চাহাল। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর অষ্টম উইকেটে ফ্যাবিয়ান অ্যালেনকে সঙ্গে নিয়ে দলকে চাপের মুখ থেকে মোটামুটি একটা রানে পৌঁছে দেন জেসন হোল্ডার। ৫৭ রানের মাথায় প্রসিধ কৃষ্ণা ফেরান হোল্ডারকে। অ্যালেন-হোল্ডার জুটিতে ৭৮ রান আসে। তবে কাজে এল না হোল্ডারের লড়াই। শেষ পর্যন্ত ৪টি উইকেট পেয়েছেন যুজবেন্দ্র চাহাল। ৩টি উইকেট পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। ২টি উইকেট পেয়েছেন প্রসিধ কৃষ্ণা এবং ১টি উইকেট পেয়েছেন মোহম্মদ সিরাজ।

সংক্ষিপ্ত স্কোর: 

ওয়েস্ট ইন্ডিজ-১৭৬ (হোল্ডার ৫৭, যুজবেন্দ্র চাহাল ৪-৪৯, ওয়াশিংটন সুন্দর ৩-৩০)

ভারত-১৭৮ (রোহিত শর্মা ৬০, সূর্যকুমার যাদব ৩৪, আলজারি জোসেফ ২-৪৫)

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version