দক্ষিণ আমেরিকার পেরুতে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে এর ৭ আরোহীর মৃত্যু।এর মধ্যে পাঁচ জন পর্যটক,দুই জন ক্রু।
স্থানীয় পুলিশ এবং সরকারের দেওয়া এক বিবৃতির বরাতে এ খবর জানায় বার্তাসংস্থা রয়টার্স। পর্যটকদের মধ্যে ৩ ডাচ এবং ২ জন চিলির নাগরিক। ক্রু ২ জন পেরুর নাগরিক।দেশটির পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয় জানায়, প্রত্নতাত্ত্বিক স্থান নাজকার কাছাকাছি বিধ্বস্ত হয় ‘সেনসা ২০৭’ মডেলের এয়ারক্রাফটটি।
দুর্ঘটনায় এর কোনো আরোহী বেঁচে নেই। এর তদন্ত করছে পুলিশ। নাজকা পুলিশের প্রধান কমান্ডার এদগার ইস্পিনোজা সাংবাদিকদের জানান, প্লেনটি মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়।
দ্যা মেইল বিডি/খবর সবসময়