দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:

একবিংশ শতাব্দীতে মানুষের কাছে সবচেয়ে সহজলভ্যতার বস্তুতে পরিণত হয়েছে ইন্টারনেট। কিশোর-কিশোরী, যুবক, বৃদ্ধ সবাই আজ নেট দুনিয়ায় চরম ব্যস্ত সময় পার করছে। প্রযুক্তিকে স্বাচ্ছন্দ্যে নিয়ন্ত্রণ করতে গিয়ে কেউ কেউ আবার নিজের অজান্তেই প্রযুক্তির দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। প্রযুক্তির ছোঁয়ায় বিশ্ব আজ পরিণত হয়েছে হাতের মুঠোয়। তবে যুগের সঙ্গে তালমিলাতে গিয়ে কেউ আবার ইচ্ছা-অনিচ্ছায় জড়িয়ে পড়ছে ভ্রান্তির-জালে। আর এভাবেই অপরাধের ডিজিটাল রূপান্তর মাথাচাড়া দিয়ে উঠছে। যার একটি হলো সাইবার অপরাধ।

বর্তমান সময়ে যেসব ইস্যু মিডিয়ার কেন্দ্রবিন্দু তার মধ্যে উল্লেখযোগ্য হলো সাইবার অপরাধ।বাংলাদেশসহ বিশ্বের প্রায় প্রতিটি রাষ্ট্রে প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে সাইবার ক্রাইম। আর এ অপরাধের শিকার হচ্ছে লাখ লাখ মানুষ। মানুষের কালচার,লাইফ স্টাইল সবকিছু পরিবর্তন হচ্ছে। আর এসব পরিবর্তনের সাথে সাথে প্রযুক্তিকে আশ্রয় করে সাইবার ক্রাইম সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে।

এসব বিষয় নিয়ে বই প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আইন অনুষদের ডিন ড.রাজিউর রাহমান। বইটির নাম ‘মিডিয়া এন্ড সাইবার ল’। এবারের বইমেলায় পাওয়া যাবে বইটি। এটি লেখকের দ্বিতীয় বই, এর আগেও ২০১৫ সালে একটি বই প্রকাশ করেছেন। এবারের ‘মিডিয়া এন্ড সাইবার ল’ বইটি জনপ্রিয় বিকন পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে।

লেখক ড.রাজিউর রহমান বলেন,প্রচলিত যে আইন গুলো খুব দরকার যা মিডিয়া এবং সাইবার অপরাধের সাথে সম্পর্কিত সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটি একটি সময় উপযোগী এবং প্রয়োজনীয় বই। যা সাধারণ মানুষ থেকে ই-কমার্স ব্যবসার সাথে সম্পর্কিত প্রত্যেকেই সাইবার অপরাধ সম্পর্কে জানতে পারবে এবং সতর্ক হবে।

বই প্রকাশের অনুভূতি সম্পর্কে তিনি বলেন, “একজন শিক্ষক-গবেষকের কাছে এটি আসলেই আনন্দের ব্যাপার। সন্তানকে আমরা যেমন ভালোবাসি এই লিখনি গুলোকে আমরা সেইভাবে ভালোবাসি। এটি আরও আনন্দের বিষয় যে, বইটি দ্বারা একজন সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই উপকৃত হতে পারবে।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version