কে. এম. সাখাওয়াত হোসেন: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি তোফাজ্জলকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব-১৪ (সিপিসি-৩) টাঙ্গাইল ক্যাম্প।
শনিবার (২ আগস্ট) দিনগত রাত সাড়ে ১১টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এ তথ্য জানান র্যাবের মিডিয়া অফিসার।
এরআগে একই দিন রাত ৮টার দিকে তোফাজ্জলকে টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন ভুক্তা বাজার এলাকা গ্রেফতার করে র্যাব।
র্যাব জানায়, গত বছরের ৪ আগস্ট বেলা ১১টায় টাঙ্গাইল জেলা সদর রোডে বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের সম্মুখে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিলে কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত-জনতার উপর পূর্ব পরিকল্পিতভাবে বেআইনী আগ্নেয়াস্ত্র পিস্তল, শর্টগান এবং দেশী অস্ত্রে সজ্জিত হয়ে নিরীহ ছাত্র-জনতার উপর অতর্কিত আক্রমন ও আগ্নেআস্ত্র ব্যবহার করে। এতে মো. লাল মিয়ার (৩০) বাম পায়ে হাটুর নিচে পা ভেদ করায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং আরো অনেক নিরীহ ছাত্র-জনতা গুরুতর আহত হন।
র্যাব আরো জানায়, আহত মো. লাল মিয়া পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে কিছুটা সুস্থ্ হলে গত বছর ৩১ আগস্ট টাঙ্গাইল সদর থানায় নিজে বাদী হয়ে পেনাল কোড-১৮৬০ এর বিভিন্ন ধারায় দায়ের করেন। এ মামলায় এজাহারনামী আসামি ধৃত তোফাজ্জল বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।