ঘটনাটি ঘটেছে বরগুনার পাথরঘাটা। সেখানকার মানসিক ভারসাম্যহীন এক নারী ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
মঙ্গলবার মধ্যরাতে বরিশালে শের- ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই সন্তানের জন্ম হয়। তবে রিপোর্ট লেখা পর্যন্ত সেই সন্তানের পিতৃ পরিচয় মেলেনি।
হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, মা-ছেলেকে সমাজসেবা অধিদফতরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সুস্থ আছেন দুজনেই।
পাথরঘাটার উপজেলা রেড ক্রিসেন্টের সদস্যরা জানান, মানসিক প্রতিবন্ধী উজলা রানী পান্ডেকে মঙ্গলবার প্রচণ্ড প্রসব বেদনায় কাতরাতে দেখে তারা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নিয়ে আসেন।
ফুটফুটে নবজাতকের মুখ দেখে হাসপাতালের অন্যরা খুশি, তবে একজন মানসিক প্রতিবন্ধীকে গর্ভবতী করায় ধিক্কার জানিয়েছেন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মা ও ছেলে দুজনই ভালো আছে। আবাসনের জন্য তাদের সমাজ সেবা অধিদফতরে পাঠানো হবে।