এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী জেলার সৈয়দপুরে পিছিয়ে পড়া ও দরিদ্র পরিবারের ৪শ দরিদ্র শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১/ফেব্রুয়ারি) দুপুরে শহরের উত্তরা আবাসনে ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপ-আপ প্রকল্পের আওতায় এসব কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র শাহীন হোসেন, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র সাবিহা সুলতানা, পৌর কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীন, পৌর সংরক্ষিত কাউন্সিলর ইয়াছমিন পারভীন, ,আওয়ামী লীগ নেতা প্রকৌশলী এ.কে.এম রাশেদুজ্জামান রাশেদ, বীর মুক্তিযোদ্ধা মো. জিকরুল হক ও মো. মোসলেম উদ্দিন, ঢাকা আহ্ছানিয়া মিশনের সৈয়দপুর ফিল্ড অফিসের ম্যানেজার মোঃ আব্দুল করিম, মনিটরিং অফিসার নূরে আলম সিদ্দিকী প্রমূখ।