তানভীর আহমেদ, তাহিরপুর:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২২ উপলক্ষে প্রতিদ্বন্দী প্রার্থীগণের সাথে আচরণবিধি অবহিতকরণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১লা ফেব্রুয়ারি) তাহিরপুর উপজেলা আইন শৃঙ্খলা সমন্বয় সেল এর আয়োজনে তাহিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আচরণবিধি অবহিতকরণ ও মতবিনিময় সভায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার, তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল লতিফ তরফদার সহ উক্ত সভায় ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন এর প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ৭ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।