করোনাভাইরাস টিকা গ্রহণ বাধ্যতামূলক করাসহ বিভিন্ন কড়াকড়ি আরোপ করায় শনিবার কানাডাজুড়ে বিক্ষোভ হয়। এতে হাজার হাজার ট্রাকচালক ও অন্যান্য বিক্ষোভকারী অংশ নেন। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বিক্ষোভের সময় আত্মগোপনে চলে যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার পরিবার। সিবিসির বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে নিউ ইয়র্ক পোস্ট।
বিক্ষোভকারীদের অনেকে ট্রুডোর পদত্যাগ দাবি করেছেন। বিক্ষোভে সম্ভাব্য সহিংসতার বিষয়ে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দেওয়ায় ট্রুডো, তার স্ত্রী ও তাদের সন্তানদের অটোয়ার বাসা থেকে রাজধানীর অজ্ঞাত এক জায়গায় নিয়ে যাওয়া হয়।
করোনা সংক্রমণ রোধে বিশ্বের অন্য দেশগুলোর মতো কানাডাতেও মাস্ক, লকডাউন, করোনা টিকার বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ কারণেই বিক্ষোভ শুরু হয়েছে কানাডায়।
সূত্র : নিউ ইয়র্ক পোস্ট ও সিবিসি