দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীনই ভারতের টেস্ট ক্রিকেট দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। সিরিজ ২-১ ফলাফলে হেরে আসায় অধিনায়ক ইস্যুতে আরও বিতর্ক হয়। আগামী মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ। কিন্তু এখনও নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি বিসিসিআই। এর মধ্যে এ নিয়ে মুখ খুললেন ভারতীয় পেসার মহম্মদ শামি। তিনি কী বললেন?
শামি বলছেন, ভারতীয় দলের একজন নেতার প্রয়োজন। সীমিত ওভারের ফর্ম্যাটে নতুন অধিনায়ক রোহিত শর্মার প্রসঙ্গেও কথা বললেন শামি। তার কথায়, অবশ্যই আমাদের একজন নেতার দরকার। এটা ভাল যে নতুন অধিনায়কের অধীনে প্রথম সিরিজ হবে ঘরের মাঠে। পরিচিত পরিবেশ পরিস্থিতিতে দল খেলতে পারবে এটাই স্বস্তির।
তবে পরবর্তী ক্যাপ্টেন কে হবে তা নিয়ে বেশি কথা না বলে নিজের দায়িত্ব নিয়েই মনোযোগ দিতে চান শামি। তিনি বলছেন, আমি কেমন খেলি এবং সামগ্রিকভাবে বোলিং ইউনিট কেমন পারফর্ম করে সেদিকেই ফোকাস থাকবে। আমায় যদি জিজ্ঞাসা করেন, কে অধিনায়কের দায়িত্ব নেবে তা নিয়ে খুব একটা ভাবছি না। আমাদের কাছে রোহিত আছে, রাহানেও আছে। আসল বিষয় হল ম্যাচ জেতা।
শামি বলছেন, দলের খেলোয়াড়দের ব্যক্তিগত পারফর্ম্যান্সের প্রতি মনোযোগ দেওয়া উচিত এবং বেশি করে দায়িত্ব নেওয়া উচিত। তাতেই আশানুরূপ ফল পাওয়া যাবে।