উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোমবার সকাল ৮টা থেকে ইভিএম-এ ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। এখন পর্যন্ত জেলায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
দেশে ষষ্ঠ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৫টি ইউনিয়নেই ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট গ্রহণ করা হচ্ছে। সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। ৫টি ইউনিয়নে মোট ৫০টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে। ৫টি ইউনিয়নে ১ লক্ষ ১৭ হাজার ৭৩ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ১৬ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত সদস্য ৫১ জন ও ১৫৫ জন সাধারণ সদস্য প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করছেন।
এদিকে সুষ্ঠভাবে ভোট গ্রহণ করার লক্ষ্যে এ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় র্যাবের ৩টি টিম, ৫২৭ জন পুলিশ, আনসার ও ৬টি ভ্রাম্যমান আদালতের পাশাপাশি ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে নির্বাচন কমিশন।