দ্বিতীয় মেয়াদে ইতালির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সার্জিও মাত্তারেলা । এর মধ্য দিয়ে দেশটিতে গত বেশ কিছুদিন ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো।
রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন ৮০ বছর বয়সী সার্জিও। তবে দেশের স্বার্থে তাকে প্রেসিডেন্ট পদ গ্রহণে রাজি করান প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। ৮ দফা ভোটের পর শনিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হন তিনি।
দায়িত্ব গ্রহণের পর দেওয়া ভাষণে সার্জিও মাত্তারেলা জানান, দেশটির স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকটের কারণে দায়িত্ব নিতে রাজি হয়েছেন তিনি। সার্জিওর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী দ্রাঘি।
এর আগে ইতালির জোট সরকারের দলগুলো ৭ দফা ভোটাভুটিতেই সার্জিওকে সমর্থন দেন আইনপ্রণেতারা।
চেম্বার অব ডেপুটিজে ১ হাজার জনের বেশি আইন প্রণেতা এবং আঞ্চলিক প্রতিনিধিদের মধ্যে অষ্টম রাউন্ডের ভোটে, মাত্তারেলা নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ৫০৫ ভোট পান।
সূত্র : আল জাজিরা,