ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। আজ দুপুর ১২টায় এক মতবিনিয়ম সভায় তিনি এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, নতুন আক্রান্ত রোগীদের অক্সিজেনের প্রয়োজন পড়ছে না।
হাসপাতালটির পরিচালক জানান, গত দুই মাসে করোনায় মৃত্যু না হলেও চলতি মাসে কোভিড ও নন-কোভিড রোগী গড়ে ২৫ জন মারা যাচ্ছেন। এদিকে বাড়তি রোগীর জন্য কোভিড ইউনিট প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।
তিনি জানান করোনাভাইরাস প্রতিরোধে দেশে টিকাদান শুরুর পর এক বছরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঁচ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। এ সময়ে দৈনিক গড়ে পাঁচ হাজার মানুষ ঢামেকে টিকা নিয়েছেন।