শেখ জহিরুল ইসলাম, নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলা আচার গাঁও এলাকার গইছখালী যৌতুকের টাকার দাবীতে দুই সন্তানের জননী কে অমানুষিক ভাবে শারিরীক নির্যাতন করে বাড়িতে কে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী জাহাঙ্গীর ও স্বামীর ভাই ভাবিদের বিরুদ্ধে। পরে পরিবারের লোকজন অসুস্থ গৃহবধূ কে নান্দাইল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গইছখালী গ্রামের মোঃ আঃ রাশিদ এর ছেলে জাহাঙ্গীরের সাথে ২০১০ সালে একোই গ্রামের মোঃ মগল মিয়ার মেয়ে এসনাহারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও ভাই ভাবিরা এসনাহাকে তার বাপের বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দেওয়ার জন্য বিভিন্ন সময় শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছে। এসনাহারের বাবা মা হতদরিদ্র থাকায় যৌতুকের টাকা না দিতে পারায় জাহাঙ্গীর যৌতুকের টাকার জন্য পুনরায় নির্যাতিত গৃহবধূ এসনাহারকে বেধরক মারপিট করে বাড়ির বাহিরে বের করে দেয়।
এ ব্যাপারে এসনাহার বাদী হয়ে নান্দাইল মডেল থানায় ৪জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে।