মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডঃ রোকেয়া সুলতানা দরিদ্র শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। এরই অংশ হিসাবে আজ মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার ধরঞ্জী হাইস্কুল চত্ত¡রে ইউনিয়নের শতাধিক দরিদ্র শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোর্তুজার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, ধরঞ্জী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ আলী, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচীব মাহমুদুল হাসান, সাংগাঠনিক সম্পাদক গোলাম মোক্তাদির প্রমুখ।