বিশ্বের আপামর দর্শকদের কাছে জেমস বন্ড মানে ড্যানিয়েল ক্রেগ। কিন্তু সেই ড্যানিয়েল ক্রেগকে আর দেখা যাবে না জেমস বন্ডের চরিত্রে। তাহলে কে হচ্ছেন নতুন জেমস বন্ড? এর মধ্যেই একাধিক নাম শোনা গেলেও এবার শোনা যাচ্ছে, হলিউডের জেমস বন্ড হতে পারেন কৃষ্ণাঙ্গ অভিনেতা ইদ্রিস এলবা।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ‘নো টাইম টু ডাই’ সিনেমার অন্যতম প্রযোজক বারবারা ব্রকোলি নাকি ইদ্রিসের বন্ড হওয়ার সম্ভাবনায় সায় দিয়েছেন। বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেগকেই সেরা দাবি করে প্রযোজক বারবারা ব্রকোলি বললেন, কোনো চরিত্রে একজনের এতটা প্রভাব থাকাকালীন অন্য কারও কথা ভাবা বেশ কঠিন। আর এই কঠিন কাজটাই নাকি করা হয়েছে। জানা গেছে, ইদ্রিসের সঙ্গে প্রযোজকদের যদি সব কিছু ঠিকঠাক এগোয়, তাহলে বন্ড সিরিজের ইতিহাসে এই প্রথম জেমস বন্ড হিসেবে কোনো কৃষ্ণাঙ্গ অভিনেতাকে দেখা যাবে। উল্লেখ্য, হলিউডে বেশ জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা।