টাঙ্গাইল প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলে র্যাব-১২, সিপিসি-৩, জেলার টাঙ্গাইল -ঢাকা মহাসড়কের ১ টি ট্রাক থেকে ১৮৪ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
২৪ জানুয়ারি রবিবার রাত ১২.৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে, র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার সদর থানাধীন নগর জলফৈ সাকিনস্থ আশিকপুর বাইপাস জয়গোপাল মিষ্টান্ন ভান্ডারের পূর্ব পাশে টাঙ্গাইল টু ঢাকা গামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে কুষ্টিয়ার দৌলতপুরের বাহিরমাদী গ্রামের মোঃ হেরেশ মন্ডলের ছেলে মোঃ অপিনুর রহমান (২৫) ও হারান মন্ডলের ছেলে মোঃ মিঠুন (১৯) কে ১৮৪ বোতল ফেন্সিডিল (মূল্য অনুমান- (১,৮৪,০০০/-), ০১টি ট্রাক, নগদ- ৩,০০০/-, ০৩টি মোবাইল এবং ০৩টি সিম কার্ড সহ হাতেনাতে আটক করে।
পরে, উপস্থিত সাক্ষীদের সামনে তাদের কাছ থেকে উদ্ধারকৃত ফেন্সিডিল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, বহুদিন ধরে ফেন্সিডিল অবৈধভাবে সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধের টাঙ্গাইল জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৪ (গ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।