কেপ টাউনে বিতর্কে জড়িয়ে পড়লেন ভারতীয় ক্রিকেট দলের সুপার স্টার বিরাট কোহলি। বরাবর দেশের জন্য নিজের সবটুকু সঁপে দেওয়া কোহলির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উঠতে শুরু করেছে জাতীয় সঙ্গীতের অবমাননার।
রবিবার কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের আগে ভারতের জাতীয় সঙ্গীতের সময় কোহলিকে চুইংগাম চিবানো অবস্থায় দেখা যায়।
এমন সামনে আসতেই নেটিজেনরা মুণ্ডপাত শুরু করেন কোহলির। এমনকি জাতীয় সঙ্গীতকে অপমান করার জন্য বিরাটের শাস্তিও দাবি করা হয়।
এদিন, কেপ টাউনে রোমাঞ্চকর ম্যাচে ভারতকে ৪ রানে পরাজিত করার পাশাপাশি হোয়াটওয়াশ করে দক্ষিণ আফ্রিকা। এর আগে টেস্ট সিরিজে ভারতকে ১-২ ব্যবধানে হারায় দক্ষিণ আফ্রিকা।