জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান পাঁচবিবি তিনমাথার শিক্ষার্থী সমিতি,পাঁচবিবির নিজস্ব অফিসে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে পাঁচবিবি উপজেলার এক হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছিল কুইজ প্রতিযোগীতার। প্রায়মারী, হাইস্কুল, কলেজ এবং উমুক্ত এ চারটি বিভাগে মোট ১২ জনকে কুইজ এর সঠিক উত্তর প্রদান করার জন্য শুভেচ্ছা উপহার হিসাবে তুলে দেয়া হয় ক্রেস্ট ও সনদপত্র। পাঁচবিবি উপজেলার পাঁচজন ব্যাক্তিকে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক। সেরা শিক্ষক হিসাবে সম্মাননা স্বারক গ্রহন করেন জনাব হাফিজার রহমান, সাহিত্য ও স্কাউটিং এ বিশেষ অবদানের জন্য সম্মাননা জানানো হয় জনাব জয়নাল আবেদীন মাহমুদকে, মানবতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পায় মানবতার দেওয়াল এর প্রতিষ্ঠাতা জনাব দেওয়ান রাসেল, আইটি শাখায় সম্মাননাপ্রাপ্ত হন জনাব তানভীর রাসেল এবং আবৃত্তি শাখায় সাফল্য অর্জন এর জন্য সম্মাননাপ্রাপ্ত হন লাবিবা বুশরা।
অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে ছিলেন পাঁচবিবি উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব মনিরুল শহীদ মুন্না, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাঁচবিবি পৌরসভার মেয়র জনাব হাবিবুর রহমান হাবিব, বিশেষ অতিথি হিসাবে ছিলেন পাঁচবিবি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ ওবায়দুর রহমান, শহীদ আলাউদ্দিন মিউনিসিপ্যাল এর অধ্যক্ষ জনাব আনিছুর রহমান বাচ্চু, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি, ভরত প্রসাদ গোয়ালা। অনুষ্ঠানের সৃজনশীল কাজের অনুপ্রেরণার জন্য সম্মাননা প্রদান করা হয় ওয়ালটন, নাহিদ এন্টারপ্রাইজ এর সত্ত¡াধিকারী জনাব তাইজুল ইসলাম, শিখা ট্রাষ্ট এর প্রতিষ্ঠাতা জনাব সাবেকুন নাহার শিখা ও সৃজনশীল কাজের জন্য সম্মাননা স্বারক দেয়া হয় ফিরোজ হোসেন ফাইনকে। পুরস্কার ও সম্মাননা প্রধান অনুষ্ঠানে দেশপ্রেম নিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পাঁচবিবির কৃতি সন্তান চীনের শিক্ষার্থী জনাব মিজানুর রহমান সরকার। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশের সুবর্ণজয়ন্তী কুইজ প্রতিযোগীতার পরিচালক জনাব মোঃ ফিরোজ হোসেন ফাইন, উপস্থাপনায় ছিলেন ফাইমিদা হাসান সূচনা। কুইজ প্রতিযোগীতায় বিজয়ীরা হলেন প্রায়মারী শাখায় মরিয়ম, সিলভিয়া, হাসিবুল। হাইস্কুল শাখায় বিজয়ী রিমা, সাব্বির শ্রেয়া। কলেজ শাখায় ইমরান, সাদিয়া, সানজিনা এবং উমুক্ত শাখায় মাসুমা, সিরাজুল, ববিতা পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করেন।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment