ক্রিকেটের ইতিহাসে এক ‘অবিশ্বাস্য’ আউট হলেন আন্দ্রে রাসেল। শুক্রবার বিপিএলের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মিনিস্টার গ্রুপ ঢাকার আন্দ্রে রাসেল যেভাবে আউট হয়েছেন, সেটা ক্রিকেট ইতিহাসেই অনন্য হয়ে থাকবে।
ঢাকার ইনিংসের ১৫তম ওভারে ঘটেছে ওই বিস্ময়কর ঘটনা। ওই সময় ঢাকার হয়ে ব্যাট করছিলেন আন্দ্রে রাসেল ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বল করছিলেন থিসারা পেরেরা। রাসেল এদিনের ম্যাচে নিজের দ্বিতীয় বল খেলার সময় থিসারা পেরেরাকে মিড উইকেট দিয়ে বড় একটা ছক্কা হাঁকান। ২ বলে ৭ রান নেওয়া রাসেল ঝড় দেখার জন্য সবাই তখন নড়েচড়ে বসতে শুরু করেছে। বিপত্তি ঘটল এর পরের বলেই। ওই ওভারে শর্ট থার্ডম্যানের দিকে বল মেরে রান নেওয়ার জন্য দৌড় দেন রাসেল-মাহমুদউল্লাহ।
শর্ট থার্ডম্যানে দাঁড়ানো ফিল্ডার মেহেদি হাসান ব্যাটসম্যানের প্রান্ত লক্ষ্য করে বল থ্রো করেন। ওই সময় ব্যাটসম্যানের প্রান্তে দৌড়াচ্ছিলেন মাহমুদউল্লাহ। মেহেদির করা সেই থ্রো ব্যাটসম্যান প্রান্তের স্টাম্পে গিয়ে আঘাত করে। আবার ওই থ্রোই আন্দ্রে রাসেল যেদিকে গড়াতে গড়াতে স্টাম্পে গিয়ে লাগে ও বেল পড়ে যায়।
থার্ড আম্পায়ার দুটি রানআউটের আবেদনই পরখ করেন। মাহমুদউল্লাহর ক্ষেত্রে দেখা গেল, নিরাপদেই আছেন তিনি। কিন্তু রাসেলের প্রান্তে দেখা গেল, ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার তখনো দাগের বাইরে। সম্পূর্ণ নিরাপদ এক প্রান্তে থেকেও আউট হয়ে গেলেন রাসেল!
শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৮৩ রান তোলে রাসেলের ঢাকা। কিন্তু পাঁচ উইকেটে ম্যাচ হারে রাসেলরা।