শুরু হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। উদ্বোধনী ম্যাচে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের মুখোমুখি মেহেদি মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
আজ শুক্রবার মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে মেহেদি মিরাজদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানানা বরিশালের অধিনায়ক সাকিব। খেলাটি শুরু হয়েছে দুপুর দেড়টায়। সরাসরি দেখা যাবে টি স্পোর্টস, গাজী টিভিতে। এছাড়া অনলাইনে দেখা যাবে র্যাবিটহোলডটকমে।
এবারের আশোড়ে বিপিএল কর্তৃপক্ষসর্বোচ্চ তিন বিদেশি ক্রিকেটার নিয়ে একাদশ সাজানোর নিয়ম রেখেছে। সেই হিসেবে দুইটি ফ্র্যাঞ্চাইজিই ৩ জন করে বিদেশি ক্রিকেটার নিয়ে একাদশ সাজিয়েছে।
আজোকেড় ময়াচে সাকিবের দলে তিন বিদেশি হলেন পেস অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো, পেসার আলজারি জোসেফ ও স্পিনার জ্যাক লিনটট। আড় মিরাজের দলে তিন বিদেশি হলেন পেস অলরাউন্ডার বেনি হাওয়েল, ব্যাটসম্যান উইল জ্যাক ও টপ অর্ডার ব্যাটসম্যান কেনার লুইস।
ফরচুন বরিশাল একাদশ-
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৈকত আলী, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, আলজারি জোসেফ, জ্যাক লিনটট, নাঈম হাসান ও সালমান হোসেন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ-
কেনার লুইস, শামীম হোসেন পাটোয়ারি, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাঈম ইসলাম, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও নাসুম আহমেদ